হরহামেশা যাচ্ছে চুরি
আমার মনের আকাশ ঘুড়ি
কখনো মেঘের আড়ালে থেকে
কোন পলকে সিধ কেটে
শশীর জোছনা করলো চুরি
তার নামেতেই নালিশ করি।
ভোরের বেলায় রবির আলো
আলতো ছুঁয়ে ঘুম ভাঙালো
রাতের শিশিরে রবির কিরণ
প্রভাতের মায়া করে বিকিরণ
চতুর্দিকে আলো ছড়িয়ে
বিমোহিত মন নিলো ভুলিয়ে।
দুপুর বেলায় অলস খেলায়
আড়ালে কোন শাখের দোলায়
ঘুঘু ডাকে উদাস সুরে
মন চুরি হয়ে যায় দুপুরে,
কত পাহারায় রাখলাম আমি
তবু চোরাবালিতে গেলাম নামি।
কখনো পাখি , কখনো বকুল,
কখনো বিল, নদীর দুকূল,
কখনো কুয়াশা, রঙের ভাষা
আলোছায়া আর সুরের নেশা
কখনো সবুজ বন বনানী
কখনো হাওয়ায় বুনানো কাহিনী
চুরি করে মোর দীনহীন মন
আদালত শোনে না মোর এ কথন।