নিশির পাখি রহস্য ছড়িয়ে
আঁধারের গল্পগুলো বলছে
মনের অজানা তারগুলো
নতুন কথা শিখছে,
সেই কথাগুলো শোনার খুব ইচ্ছে।
আঁধারের কালোরঙ কি যেন লিখছে
ভাষা তার কাব্যের,
নিগূঢ় তার মর্মার্থের
ব্যাপ্তি যাচ্ছে ছড়িয়ে,
তুলছে আমায় ভাবিয়ে।
আঁধার দিয়ে যাচ্ছে ঢেকে
দুঃখীর অশ্রুজল
আঁধার এসে ঢেকে গেল
আলোর দোলাচল,
এই আঁধারের ছোঁয়ায় সচল
কলম অনর্গল,
আঁধারের গান, কবিতা, গল্প
আঁধারের ক্যানভাসেতেই ফুটলো,
সাঁঝের শেষে সেসব কিছুই
আমার সাথে জুটলো।