উঠেছে রবি ফুটেছে আলো,
মন কি আর থাকে কালো?
মারীর প্রকোপ  কমবে জেনো,
হটবে সুদূর তাই মেনো,
আমায় মনের এককোণে,
ঠাঁই দিও গো চিরতরে,
রেখো মনে কাঁচা হাতে
লিখেছিলাম ভালোবাসি,
মিশিয়ে আমার আবেগরাশি,
ফুটবে যখন গোলাপ শাখে
জুটবে যখন অলি সুখে
গুনগুন সুর উঠবে বেজে
আমিও তখন ফুলেল সেজে
ধরা দিব হৃদয় মাঝে।
আলো ছায়ার আলপনাতে
মৃদু বাতাসের পরশটিতে
ইট পাথরের আবাসটিতে
কোমল প্রাণের অনুভব
অকস্মাৎই হবে উদ্ভব।
চড়ুই পাখি ফুরুত করে
উড়ে যখন ব্যালকুনিতে
চঞ্চলতা ছড়িয়ে দিবে
আমার মত সেও তোমার
কাজের কথা শুনবেনা আর
নাছোড় আমার স্মৃতিতে তখন
চোখের কোন হবে সজল,
সেই ক্ষণেতে পুলক জেগে
নাচিয়ে যাবে শ্যামা ফিঙ্গে।