ঘুমের মাঝে স্বপ্ন দেখি
বন্ধু তোমার বুকের
কল্প কথার ফুলের ঝাঁকি,
রংধনুর সব রঙের,
উপচে পড়ে দিচ্ছে মাখি
আমার শাড়ি সুখের।
কাল মরশুমে প্রথম বাদল
অবিরল ধারায় ঝরে
বন্ধু তোমার মুখের আদল
আঁকলো সুধায় ভরে।
বন্ধু প্রথম বাদল ক্ষণে
আঁজলা খুলে
স্বপ্ন সত্যির প্রহর বুনে
জাদুর চাদর গড়ালে‌,
মুচকি হাসির আড়ালে,
কষ্ট ফেরির ছুটি বাড়ালে।
বাসন্তী মাদল আজও বাজছে
বাদল অসময়ে ভিজিয়ে যাচ্ছে
ফল্গুধারায় প্রেম ঝরছে,
এরি মাঝে কালের আবর্তে
হারিয়ে ফেলা মধু মুহূর্তে
যাযাবর মোরা দিনের পড়ন্তে
যে মধুগানে এক হয়েছি
তাকেই এ ক্ষণে খুঁজে পেয়েছি‌।