অনুভবে জাগে ভোর
শুভ্র পালক মন মোর
ভাসে, উড়ে, লাগে ঘোর
কনক আভায় বাঁধি ডোর
মুঠোবন্দী মোর মনোচোর।
পড়ে লাল কাঁচের চুড়ি
পড়াবো তাকে মনোবেড়ি
পালাতে গেলে উঠবে বেজে
রিনিঝিনি ঐ হাতের চুড়ি যে
বাঁধিব ফির বেনীর বাঁধনে
গোঁজা ফুলের মিষ্টি সুবাসে।