রাতের গল্প, অশুভ কায়া
ভীত চোখে ফেলে ছায়া
কে যেন বাজায় ক্রুর বীণা?
জোনাকি নেই আছে শুয়োপোকা
বিশাল আকাশে নেই আলোর দেখা,
মন অধিগ্ৰহণ করে রাতের চর
হাতড়ে খুঁজি আলোর বর।
বিভীষিকার গল্পগুলো যেন জীবন্ত
এই ক্রুর সময় যেন অসীম অনন্ত।
বিরতি নেই রাতের গল্পে
বৃষ্টি বাদল স্বরূপ বদলে
পীড়ন বাড়ায় স্বপ্ন বুনানো ছেড়ে
অতীতে বুনানো স্বপ্ন নিচ্ছে কেড়ে,
চিৎকার করে উঠে আস্তাকুঁড়ের কুকুর
জমাট বরফ মন পুকুর,
দুপুর রাত্রে অপেক্ষায় আছে যাত্রী
হুঁশিয়ারি দেয় অদৃশ্য আঁধার নেত্রী ,
ক্ষণ গননা করছে হৃদয় স্পন্দন
নিঃশব্দ আঁধারের কম্পন
বাড়ায় চোখের ক্রন্দন।