চোখের জল বড় বাহুল্যে
ঝরেছে অঝোরে প্রাবল্যে
জীবন যখন ছিল সারল্যে
সমীকরণ ছিল আনুকূল্যে।
এখন ঝরেনা নোনা নীর
ধারা বহমান রক্ত নদীর
অস্থির জীবন চরম স্থির
প্রাণ যেন এক বেপারীর
ভালোবাসাহীন কারবার
ভয় জাগে সব হারাবার
দোদুল্যমান এই চারধার
ক্ষয়রোগ ফিরে বারবার।
বিশ্বচরাচর আর মহাশূন্য
সেথা আছি হয়ে এক প্রশ্ন
সেথা আছি হয়ে বড় জীর্ণ
নাতিদীর্ঘ জীবন বড় বিবর্ণ।
কথায় কথায় এ হৃদয় খুঁড়ে
দিতে চাইনা কোন কষ্ট জুড়ে
শুধু চাই বিশ্বাস ও ব্যবহারে
দোয়া, ইবাদতে সকল প্রহরে
ঘুচাবে সকল ব্যাধির কামড়
নেতিবাচক যত কথার আঁচড়
জুটবে হৃদয়ের প্রকৃত দোসর
পাই যেন সুখ, শান্তির জঠর।