বিকেলের সোনা রোদ
করছিল তোমার খোঁজ
যে ঠিকানায় যেতাম রোজ
হালকা হতো মনের বোঝ,
বদলে গেছে তার মানচিত্র
দিয়েছে আমায় একাকিত্ব,
টিনের চালে বৃষ্টির নৃত্য
এখনো মনে আছে সচিত্র,
এখনো ঝিলের গোধূলি রূপ
চোখে ভাসে থাকলে নিশ্চুপ,
লাল দেয়ালের ঠিকানা খুব
কাঁপায় আমার ক্লান্ত বুক।
মাতাল হাওয়া আজ আমাকে
এলোমেলো করছে সবেগে,
কিশোরী আমি আম বাগানে
এখনো যেন কোঁচড় ভরে
কচি কাঁচা আম যাচ্ছি খুঁজে।
আচমকা যখন কপাট লাগে
আঁধার কালে ভূতেরা খেলে
কত যে ভীতি গ্ৰাস করেছে
ভাবলে এ মন মুচকি হাসে।
আজ এমনি ভাবনা সকল
করছে আমায় কেবলই বিকল
সোনা রোদ আর মাতাল হাওয়া
বলো আমাকে এ রোগের দাওয়া,
কোন আদালতে কোন ধারাতে
নালিশ আমার হবে জানাতে?
কেমন করে হারানো ঠিকানা
আবার আমার হবে যে জানা।