আজকে না হয় নাইবা বলি
মন মুকূরে রাখি তুলি,
ভাবনা দিয়া উঠছে জ্বলি
তাকে নিয়েই খেলি,
ভাবনা জটের পথটা নাহয়
সামলে এবার চলি।
মনের কাবুলি মুছে ধূলি
মেলে ধরছে স্মৃতির থলি
আলোর ছোঁয়া পেয়ে গলি
সুতোয় বাঁধে মনের ডুলি,
এতটা পাড়ি দিয়ে বলতো কী পেলি?
সামলে চলি, সামলে বলি
ধীরগতিতে পাখনা মেলি
হিসাব নিকাশ সকল ভুলি
জানবো শুধু ভাবনাগুলি,
ছন্দ সুরে কথার কলি
বলবো তোমায়, আজকে চলি,
ভাবনা নিয়ে আজকে খেলি।
ভাবনাগুলো দিচ্ছে কেবল চিঠি,
আলোড়িত হচ্ছে মনের বিথী
ক্ষয়িষ্ণু জীবন নদীর তিথি
সামলে চলার কঠিন বিধি,
নিচ্ছি সকল প্রস্তুতি
দুখী নয় সুখি শেষাবধি,
পথিক আমি এইতো কেবল বুঝি,
ভাবনা জট চলবে নিরবধি,
সাথে থেকে শুনো আমার পুঁথি,
সুবাসিত করবে ভাবনা যূথী,
একদিন শুনবে রথী মহারথী।