ক্লান্ত হৃদয়, হয়ো সদয়
রবির উদয়, হোক সুজয়
বোধোদয় হোক এই সময়।
বাদল হাওয়া হোক দাওয়া
শান্ত,  ধীর জীবন চাওয়া
হোক বাস্তব স্বপ্ন বাওয়া।
চাইনা শতাধিক নীল পদ্ম
চাই জড়াতে লতা গুল্ম
ক্লান্তি শ্রান্তি হোক জব্দ।
শান্ত থাকুক পানকৌড়ি
সুবাস আসুক যেন মৌরি
হয়ো না তোমরা কেউ বৈরি।
ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরুক
সোনা রৌদ্র তাতে মিশুক
আসুক সপ্ত রঙের ধনুক।
নিরব থাকুক পথের রাজা
কমুক সকল পাপীর সাজা
নামুক চাঁদে সকল প্রজা।
ক্ষতি কি বলো এমন হলে
আগডুম বাগডুম যাও না বলে,
তন্দ্রা আসুক শান্ত পলে।