আজকে ভীষণ ক্লান্ত আমি
কোন কাজেই ডেকো না
আজকে তোমায় জাপটে ধরে
আঁকবো গায়ে আলপনা।


আজকে আমি ক্লান্ত জেনে
আমায় দিও বন্দনা
আকাশ, মেঘ, ফুল পাখিতে
ভরিয়ে রেখো কল্পনা।


আজকে ভীষণ ক্লান্ত বলে
মৃদু লয়ের কাব্য কোরো
ওজন, রোগ সকল ভুলে
প্রিয় খাবার পাতে বেড়ো।


আজকে সকল তাড়া ভুলে
গা এলিয়ে একটু বসো
ভবিষ্যতের ভাবনা ফেলে
কল্প ছবির অংক কষো।


আজকে আমায় লুকিয়ে রেখো
সবুজ পাতার ভিড়ে
আমি তুমি থাকবো দুজন
বাবুই পাখির নীড়ে।


মিষ্টি ভোরের রোদের মত
আমায় তুমি ছুঁয়ো
ক্লান্তি আমার সরিয়ে দিয়ে
কান্তি অঢেল দিয়ো।


আজকে আমি পিপাসার্ত
খুঁজে বেড়াই বন্ধু
শিশুকালের মধুর স্মৃতির
সাথেই আছে সিন্ধু।


আজকে নিলাম বিদায় আমি
মোবাইল তোমার থেকে
আশয় আমি গড়বো জেনো
নিজেই ছবি এঁকে।