আজ হাওয়া মন্থর,
আজ শশী ভাস্বর ,
আজ তরু দেবদারু
ছুঁয়ে দেয় মন ভীরু,
আজ রবি ছবি আঁকে
জলে ভেজা দু'চোখে,
মাটিতে মায়াতে
কচি কচি পাতাতে
আজ শুধু জাগরণ
কবিতায় বিবরণ।
ঘড়ি যেন শুনছে
মন যা বলছে
নতুন পুরোনো হলে
সোনা ধূলি জমছে।
মন নদী বইছে
মন পাখি গাইছে
আজ হাসি অনাবিল
পিছু নেয় গাঙচিল
আজ ঋতু যাই হোক
মন নাচে, নাই শোক
আজ হেঁটে পার হবো
ছুটোছুটি বাদ দিবো
শোরগোল দরজায়
তাল লয়ে  উপচায়।
অঙ্গুলি আজ তুলি
ছোঁয়াতে আঁকে কলি
জোনাকির আলো জ্বলে
বখে যাওয়া মন তলে
আজ মন যেন পলি
মরীচিকা গেল চলি
নামাজের আজ মাঠে
কাঁদে আজ মুজরিমে
আওড়ায় আজ সবে
ক্ষমা করো আজ রবে।