অদ্ভুতুড়ে সময় এখন
ভীষণ অবসন্ন,
খুঁজে বেড়াই সেই ক্ষণটির
ছিলাম যখন প্রসন্ন,
কোন অতলে হারিয়ে গেলো
পাই না খুঁজে আর,
খুঁজতে গিয়ে গহীন সাগর
হারিয়ে ফেলি পাড়।
পথ খুঁজতে পথ হারিয়ে
বর্তমানে নাই,
অতীত কেবল জড়িয়ে ধরে
কেমনে পালাই।
ভাবছি মনে মশাল হাতে
খুঁজবে আমায় কেউ,
পার করবে সামনে আসে
যত বাধার ঢেউ,
আর পারি না বইতে ভারী
সময়গুলো এই,
সকল কাজে, সকাল সাঁঝে
হারিয়ে ফেলি খেই।
শোনাও কেহ আমার মনে
আগমনী গান
মশাল মানব আমার তরে
পাঠাও খেয়া যান,
মুক্ত করো রিক্ত মোরে
বাড়াও আমার মান,
প্রভুর কৃপায় মশাল মানব
বাঁচাও আমার জান।