জানতো বাবা ফুলের সাথে
কন্যা তারি মাতে
ছুটির সময় আসলে বাবা
ফুল রাখতো হাতে‌।


কুঁড়েঘরটা টানতো আমায়
দাদার বাড়ি গেলে
বাবার কোলে চড়ে আমি
দেখতাম সুযোগ পেলে,
অনেক দূরে সেইখানেতেই
বাবা এখন থাকে
মাটির বুকে ছোট্ট ঘরে
মাটির মায়া মেখে।


হাতটা ধরে বাবার সাথে
যেতাম গলির বাঁকে
মনোহরী দোকান থেকে
চকবার খেতাম সুখে,
অনর্গল বলতাম কথা
ফুল ঝরিয়ে মুখে
স্বপ্ন কত রঙিন করে
আঁকতাম ছোট্ট বুকে।


বয়স আমার বাড়লো কত
তবু ছোট্ট ছিলাম
বাবার ছায়ায় টের পেতাম না
কত্ত বড় হলাম।


এখন নেই সেই সময়
নেই চপলা মন
ছয়টি বছর কাটিয়ে দিল
বাবার বুকের ধন,
ফুল পাখিদের সাথেই বলি
অশ্রু গড়া কথার কলি,
গুনগুনিয়ে সাথেই থাকে
ফুল বাগানের অলি,
বাবার স্মৃতি আছে ঘিরে
মনের অলিগলি।