টুনটুনিটা ঘুরে গেল আজকে আমার বাড়ি,
এইতো সুযোগ দূর হয়েছে ভয়াল মহামারী,
মিষ্টি রোদে গা এলিয়ে সবুজ ডালে বসে
গলা ছেড়ে গাইলো গান গভীর ভালোবেসে।
নীল আকাশে মিশলো যেয়ে সুরের সম্মোহন
মেঘের মেয়ের সাথে হলো মধুর আলিঙ্গন।
টুনটুনিটা গান শুনিয়ে হদয় করলো লুট
হঠাৎ করেই গানের শেষে দিল দূরে ছুট,
হৃদয় আমার ছটফটিয়ে হাত বাড়ালো তাই
আকুল স্বরে বললো তাকে তোমায় কাছে চাই,
মহামারীর শেষে আজি আসলো এমন দিন
টুনটুনিটা গান শুনিয়ে চাপিয়ে দিল ঋণ,
তোমার আশায় থাকবো আমি বসে বারান্দাতে
আমার মনের আবেশ তুমি একটু যদি নিতে,
বুঝতে তখন পারবে তুমি ছোট্ট টুনটুনি
বিশাল হলেও আমি তোমার সঙ্গে হব ধনী।
মহামারীর প্রকোপ এখন যখন কম
তোমার মূল্য বুঝে আমি নিচ্ছি নতুন দম,
পূর্ব পাপের জন্য আমি চাইছি এখন ক্ষমা,
নতুন করে শপথ আমি দিলাম তোমায় জমা,
তোমার জন্য গড়তে চাই সবুজ ভরা ভুবন
মনের সুখে গাইতে তুমি থাকো আজীবন,
জানি আমি তোমার সুখেই আমার আছে সুখ
আমার মেয়েও পাবে তখন দূষণ মুক্ত বুক,
ডাক পাঠালাম সবার কাছে আমার কাব্য দিয়ে
গড়বে এসো সবুজ ভুবন মূল্যটা তার বুঝে।