মনটা আমার বশ মানে না
করতে চায় না সন্ধি
দিনে রাতে সাঁঝ প্রভাতে
হয়না কর্মসিদ্ধি।
পথ বেছে যতই তারে
দেখাই আমি ঠিকানা
নিরবে সে একা একাই
করে কাব্য রচনা।
বেভুল থাকে পথে ঘাটে
আনমনা আনচান
কান পেতে রয় দূরে কোথাও
নাগরিক বেমানান।
আলোকরশ্মি, মেঘের কণা
দৃষ্টি কেবল খোঁজে
শহুরে সব ঘরের ভিতর
থাকে দু'চোখ বুজে।
পাখির উড়া, দিগন্ত বেড়া
এসব কিছুই কাম্য
খাঁচায় রেখে মনভোলানো
জীবনে দেই ক্ষ্যান্ত।
ফড়িং নাচে হৃদয় মাতে
বকের সফেদ বেশে
শহুরে সব সাজানো সাজ
কখনো কি মেশে?