আনাচ কানাচ ভালোবাসায়
সকাল বিকাল সারাবেলায়
যাচ্ছে ছুঁয়ে অচিন মেয়ে
মেঘের ভেলায় সুরে গেয়ে
শরত আকাশ, সবুজ গাঁ
সঙ্গে আমার হৃদয়টা,
ঝিরিঝিরি হাওয়ার সুখে
উঠে যেমন ঢেউয়ের ঝিরি
তেমন সুখে আমার মুখে
ভালোবাসার ফুলঝুরি।
ব্যস্ত পথের বিড়ম্বনা
কতশত দুর্ভাবনা
আজকে মেয়ে
তোমায় পেয়ে
নীলগগনে মেললো ডানা
মনে শুধুই সুখ ভাবনা।
মিষ্টি মেয়ে রোজ সকালে
গরম চা ধোঁয়া ছড়ালে
তোমার হাসির আবেশ গড়ে
কেমন করে বোঝাই তারে।
জ্বরের ঘোরে অচিন মেয়ে
চোখের জলে জাল বিছিয়ে
শীতল করে তপ্ত কপাল
ফুল বাগিচার মত খেয়াল।
সকল সুখের অনুরণন
দুঃখ, ব্যাথার যত কাঁদন
অচিন মেয়ে মেঘ পোশাকে
আশেপাশে সদাই থাকে ।
মেঘ মেসেঞ্জার বার্তা দিলে
অচিন মেয়ে আড়াল তুলে
জানিয়ে দিও ঠিকানা
তারারা হোক নিশানা।
আমার যত কাব্য আছে
অচিন মেয়ে তোমার সাজে
সাজিয়ে দিও ছন্দ তালে
ভুল ছন্দ আনন্দ হয়ে
বিশ্ব ভুবন দিক মাতিয়ে।