দেখি নাই আগে এমন করে
এই চাঁদ আর ফুল কলিরে
সবুজ পাতা, পাখির বাসা
বাড়ছে মনে রূপের পিপাসা,
দেখি নাই এভাবে ছায়া আল্পনা
আসে নাই মনে ছন্দ জল্পনা
এত গভীর এত বিস্তর
অনুভূতির প্রাবল্যে
নমনীয় প্রস্তর ।
ভাবি মনে মনে এমনি করে
কতদিন মনে প্রেম রবে ভরে?
ক্ষণিকের খেলা, ক্ষণিকের মেলা,
এত রূপ আর এই মধুমেলা
চলবে অবিরাম
শুধু আমি হবো ভুলে যাওয়া নাম,
সীমাহীন আকাশে উঠবে শশী
জোছনা ও ছড়াবে প্রেম রাশি রাশি,
ডানা মেলা পাখি তখনো মেঘে
অবকাশ নীড় গড়ে দিবে তাকে
নতুন কাব্য লিখে কোনো কবি
এই দেশে সে হয়ে যাবে রবি,
আমি শুধু নেই, নেই মোর গাথা
বুকে বাজে মোর অচিন ব্যাথা।