আজ অদিনের বাদল ধারা
ভিজিয়ে দিল মনের পাড়া
লাগলো নেশা কড়া চায়ের
বাজলো নূপুর আমার পায়ের,
বৃষ্টি ছাঁচে জানালা কাঁচে
পত্র কিছু যাচ্ছে লিখে,
মনের পাড়ায় নতুন বাঁক
সেথায় যাবার দিচ্ছে ডাক,
লাল শাড়ি তে নীলাঞ্জনা
ভীষণ সুখের কল্পনা
বৃষ্টি ধোয়া চোখের মাঝে
বসত গড়া চাতক হঠাৎ
দাওয়াত পেলো আজকে প্রভাত,
বৃষ্টি ভেজা আজ এ দিনে
কদম না হোক শিউলি পেলে
সাজিয়ে নিব আমার ডালা
সাজাবো আমি শিউলি বালা।
আকাশ যখন আজকে উদার
তাকে দিব শিউলি দেদার,
সময় ঘড়ি থাকুক থেমে
বৃষ্টি ঘড়ি আকাশ জুড়ে,
শিউলি কনে আকাশ নিচে
মনের অভাব নিচ্ছে ঘুচে,
মেঘের বারির অমৃত সুধা
অদিনে মেটায় হৃদয় ক্ষুধা।