আমার মন বসেনা কাজে
কেন স্বভাবটা মোর বাজে
সাজে দিবস রাতি লাজে
পড়েছি এ কোন ফাঁদে
আকাশ দেখি ছাদে
রোমান্স হৃদয় মাঝে।
হাঁড়ি, পাতিল আর চুলা
টক দিয়ে ঝোল মূলা
তোমার তরেই ও মনভুলা।
ঝরা ফুল কুড়িয়ে রাখি
উপটান মুখেতে মাখি
রুনুঝুনু বাজিয়ে চুড়ি
চানাচুরের ঝাল মুড়ি
সাজিয়ে দিলাম পুরি।
খটমট যত সব বিদ্যা
প্রকৌশলী আমি মিথ্যা
প্রেয়সী আমি একরত্তি
তাতেই স্বর্গ সুধা ভর্তি।