রোদের মায়ায় আমার ছুটি
গোলাপ শোভায় উঠছে ফুটি
সুবাস এবার নিয়ে লুটি
নয়ন মোরা দিবো মুদি
রাতের কালে আমি তুমি।
ঘরের শোভা, ঘরের আভা
বাড়াই প্রভা, নতুন বিভা
সবার সেবা, সুখের হেবা,
গড়তে ভাবা মনের কাবা,
ছুটির জবা রূপের লাভা।
ডাকছে বাগান, ঘাসের উঠান
নতুন পিরান, নতুন কাতান
ডাকছে আজান, ডাকছে ঈমান
ডাকছে কোরান, রবের বিধান।
অলস দুপুর, ঝিঁঝিঁর নুপুর
কবিতা পাঠে হারাই সুদূর,
শান্ত পুকুর, মনের মুকুর
কুড়াই পাকুড়, স্বপন মধুর
ছুটির জাদুর নতুন ধাতুর
চুড়ির ঝুমুর রাত্রি দুপুর।