মেঘের রথে সওয়ার হয়ে
দিচ্ছি পাড়ি সাত সমুদ্দুর
মধ্যিপথে পাহাড় গায়ে
নাচবো ঝুমুর ঝুমুর।
চলতে গিয়ে খেলবো আমি
যেমন খুশি সাজবো
কখনো রঙিন, কখনো সাদা
রকমারি রঙে আঁকব,
সুযোগ পেলে জল ক্যামেরায়
সেলফি কিছু তুলবো,
পাখির চোখে ধরার রূপ
দেখব আমি হয়ে নিশ্চুপ,
শব্দ খেলায় বিশদ করে
কাব্য কিছু লিখবো ভাবে,
সেই কাব্য বৃষ্টি করে
দূরের দেশের বন্ধু ওরে
প্রদান তোকে করবো,
মন আঙিনা সিক্ত করে
সজীব বেশে ফিরবো,
মেঘ রথের চাবিটা আমি
সদাই কাছে রাখবো,
সুযোগ পেলেই আবার আমি
মেঘের রথে উড়বো,
কল্পকথায় জীবন আমার
কানায় কানায় ভরবো।