প্রাণের ছোঁয়া, চাঁদের আলো
আজ ঈদে মোর ঘরে এলো,
ঈদের খুশি বাড়িয়ে দিলো
ঈদের স্বপণ আমায় ছুঁলো।
বন্ধু মানেই জোছনা বাঁধন
দুঃখ, ব্যাথা ভোলায় এমন
কবির মনে জোছনা যেমন
আজ ঈদে তোর আগমন
তেমন কিছু সুখেরই ক্ষণ।
আসবি আবার প্রথম বাদল
মনে আনলে স্মৃতি কেবল
ঝড়ো বাতাস ছুটলে প্রবল
আমায় ডাকিস বন্ধু সরল।
আবার আসিস নীল আকাশে
শরৎ মেঘ যখন প্রকাশে
ডাকিস তখন মনের পিয়াসে
ভাসিয়ে দিস শীতল বাতাসে ।
হেমন্ত বা শীতের কালে
বারোমাসই খুব সকালে
নয়তো খুব পড়ন্ত বিকেলে,
মনের খুশিতে যেকোনো পলে
আমার কাছে আসিস সকলে।