দাঁড়াও, হাত বাড়াও, অশান্ত এ মন ছুঁয়ে দাও
পলকহীন দেখবো তোমায়
চাওয়া পাওয়ার হিসেব মিলিয়ে যাও।
দাঁড়াও, ছন্দ জাগিয়ে বাঁচাও প্রাণ
অপেক্ষার যুগে ছিলাম ম্রিয়মান
সেই ব্যাথার হোক আজ অবসান।
দাঁড়াও, আসবে আবার ফিনিক জোছনায়
ধবল মেঘের নায়,
প্রতিশ্রুতি দাও লিখিত কথকতায়,
পরাগরেণুতে রঙিন কলমে সুগন্ধি কোন পাতায়।
দাঁড়াও, একটু দাঁড়াও, আমি বডড কাতর আজ,
সাজাও আমায় মোহন কোন সাজ,
কারুশিল্প হোক আমার সকল কাজ,
তুমি আমার হয়ো বিরল নাজ।