প্রখর রোদে কংক্রিটের দেয়াল
বড় নিষ্প্রাণ লাগে
বেখাপ্পা, বেমানান লাগে
সজীব, কোমল প্রাণে,
কংক্রিটের নির্মিয়মান অট্টালিকা, লৌহ দন্ড
সব যেন চক্ষু শূল,
আধুনিক সমাজ কে অকারণেই
রুদ্ধদায়ক লাগে।
আষাঢ়ের সঘন মেঘ সন্নিবেশিত হয়ে
দৃষ্টি সীমার সবকিছুকে প্রাণবন্ত করে দেয়,
দৃষ্টি সীমানার অল্প কিছু সবুজ বৃক্ষ ও যেন
সমস্ত সীমানাতে সম্প্রসারিত হয়,
পলকেই গড়ে উঠে মায়ার ভুবন,
প্রাণের ছোঁয়া কিভাবে আবিষ্ট হয় জানিনা,
শুধু জানি কংক্রিটের অট্টালিকা ও যেন
সজীবতার গান গায়।
এমনি এক আষাঢ়ের প্রত্যাশায়
যাতে আবার গেয়ে উঠবে মানবজীবন,
দূরীভূত হবে সামাজিক দূরত্ব,
আলিঙ্গনের উষ্ণতা বিস্তৃত হবে
ভূখন্ডের সর্বত্র, আষাঢ়ের জলকনা যেমন
প্রাণের ছোঁয়া আনে,
তেমনি প্রাণোচ্ছল হোক পৃথিবী।