শাপলা কন্যা শাপলা বিলে
নাও চালিয়ো অতি ধীরে
একপলকে আছি চেয়ে
বিশ্বসংসার তাবত ভুলে,
এমন অতি রূপের বহর
থাকুক কন্যা অষ্টপ্রহর।
তোমায় ছুঁতে মেঘের বালক
মুক্তো ঝরায়, পরায় নোলক
হাওয়া শোনায় প্রেমের শোলক
চলন থামায় বিশ্ব গোলক।
দেখো চেয়ে কাজল চোখে
নীল আকাশের মায়া মেখে
বিলের সীমায় সবুজ এঁকে
ডাকছে তোমায় কাব্য লেখে
তোমার দোসর তোমায় দেখে।