জীবনটা বিন্দুকণাসম
তবে চন্দ্রবিন্দু,
জীবনটা চলমান বহমান,
দৈত্যদানবের গতিতে নয়
চঞ্চল ঝর্ণা, তারা খসা অথবা
প্রয়োজনে সুনামির মত।
জীবন কখনো নিশ্চুপ,
যেমন প্রভাতে অথবা
ঘুমন্ত ঐ শিশুর মত
ক্ষণকাল পরেই যে ফোটাবে বুলি।
জীবনটা প্রতিপালকের কাছে
জায়নামাজে বসে আওড়ানো দোয়া,
পরম বিশ্বাসে স্রষ্টাতে সমর্পণ।
জীবন আলোময়, মায়াময়, সন্তানের মুখের হাসি।
জীবন চারাগাছের প্রথম ফুল,
গন্ধরাজের সৌরভ, ক্লোরফিলে বানানো পাতার খাবার।
দুঃখ, কষ্ট, গ্লানি, অপমান আর কালি
যখন হানবে তাকে হারিয়ে বাক্সবন্দী করাই জীবন।
প্রতিটি নিঃশ্বাসে স্রষ্টাকে স্মরণ
আলহামদুলিল্লাহ, জীবনকে করি বরণ।