পরতে পরতে সফেদ ভেলা
ঘন নীল গাঁয়ে তাদের চলা
তুমিই বল কেমনে সরাই
নয়নের মনি তাতেই হারাই
বিগত যত দগ্ধ স্মৃতি
আগ্নেয়শিলার সব আকৃতি
মাখনের মত পেলব হোলো
একি অলৌকিক কান্ড বলো।
এমন আবেশে আমায় জড়ালো
শূন্য হাতে তাকে কি ফেরাবো?
মনের শত মাধুরী মিশিয়ে
আলপনাসম রঙিন আখরে
তোমারে আঁকি হৃদয় পটে
দেখে নিয়ো তুমি নয়নে নয়নে।
আবার কখনো অসহ্য ব্যাথায়
যদি কখনো থমকে দাঁড়ায়
আমার এ মন বিষণ্ন আভায়
দেখা দিয়ো তুমি এমনি করে
যেমন এঁকেছি এই মানসপটে