দেখবে এসো
রূপের মেলা
আলোয় আলোয়
সব উজালা
থমকে যেতে
বাধ্য কাফেলা
স্থানু হবে আজ
মন চপলা।
তুমি করবে অজুহাত
তুমি ভুলবে যত কাজ
ফিরবে ঘনালেও রাত
সে যে বিকল্প চাঁদ
সুরভি ভাঙবে বাঁধ।
পথের যত ক্লান্তি
সকল ভুল ভ্রান্তি
কালো যত অশান্তি
গুমোট ঘর গেরস্তি
মুক্তি দেবে জলদি।
সাজবে এলোকেশ
গয়না হবে বেশ
মধুর পরিবেশ
উপহারে বেস্ট।
সময় হলে শেষ
রইবে তারি রেশ
কাব্য হবে বেশ
চিরস্থায়ী আবেশ।