রিনিঝিনি সুখ তুলেছে সুর
বাদল মেঘে সেজেছে হুর
মিহিমিহি আবেগ তুলেছে ঝংকার
মৃদঙ্গ বাজায় মেঘের টংকার।
ভেজা ভেজা শীতল হাওয়া ডাকে,
বৃষ্টি বাঁশি তাতে বেহাগ সাধে,
সবুজ ঘাসের ফুলগুলো সব মাতে,
দুলে দুলে নাচে তালে তালে।
রবি মামা তেজ ভুলে তার
মিষ্টি মধুর হাসে
মেঘের সনে লুকোচুরি খেলায় খুবই মাতে
রংগুলো সব রংধনুতে সাজে,
চিলগুলো সব ডানা ঝাপটায় শাখে।
কিশোরীর কাঁচের চুড়ি
শাখের ঐ লতার ঝুড়ি
কাগজে মোড়ানো ঝালমুড়ি
শত মন করছে চুরি
গল্পে মেতেছে ঐ গল্প বুড়ি।
মেঘলা দিনের ছবি
বসে আঁকে শিল্পী কবি,
সখি মোর সঙ্গ লভি
কল্পকথার গল্প হবি?