পড়বে মনে আকাশ জুড়ে চাঁদ উঠলে?
পড়বে মনে বৃষ্টি বাদল ভরা দেউলে?
শখ বাগানের স্বপ্ন কুঁড়ি
শালিক পাখির উড়াউড়ি
দেখলে আমায় একটু ভেবো
তোমার ভাবের সুখটা নেবো,
ঝরা ফুল কুড়াতে গেলে,
মালা গেঁথে পড়লে গলে
আমার স্মৃতির বাঁশি তুমি
বাজিয়ে আমায় কোরো দামি,
কাজল চোখে হাসবে যখন
শাড়ির প্রেমে হলে মগন
আমায় তখন একটু ভেবো
ঋণের বাঁধায় বাঁধা রবো।
সন্ধ্যা ঘনিয়ে রাত এলে
বন্ধু সভায় আড্ডা দিলে
যেথায় আমি রই না কেনো
আমার ছায়া থাকবে জেনো,
তোমার হাসির মুক্ত দিয়ে
আমায় কিনো চিরতরে,
তোমার চোখের জলের কণা
মুছিয়ে দিতে দিয়ো সোনা,
আমায় তুমি সুখে দুখে
স্মরণ কোরো যুগে যুগে,
কাব্য রসে তোমার প্রাণে
ফুল কলিদের মিষ্টি ঘ্রাণে
আমায় কোরো একটু স্মরণ
মরণ আমায় করলে বরণ।