ভাবি বসে নিরালায়, অতিমারী কেটে যাক
ঝিরিঝিরি বারিধারা অবিরাম ঝরে যাক,
স্মৃতি পটে আঁকা থাক রঙ, রস, মধু ডাক,
ফুলে ফুলে কাননটি চিরদিন ভরে থাক,
চঞ্চল পাখিরা মুখরিত হয়ে থাক,
সবুজের সমারোহ, পৃথিবীকে ছেয়ে থাক,
ফিক ফিক হাসিটা বুড়িমার মুখে থাক,
ভাই মোর চিরদিন এভাবেই পাশে থাক,
জননীর শোক তাপ হাসি দিয়ে ঢেকে যাক,
নিস্পাপ বাবুই মোর হাসি গানে মেতে থাক,
আজীবন প্রীতমের, ভালোবাসা জেগে থাক,
সাধারন মেয়ে আমি তবু যে খুব চাই,
শান্তির গান যেন চিরদিন গেয়ে যাই।