আমি অভিমান আর করবো না মেঘের সনে,
কেবলি ভাসে সে দূর গগনে হরেক রকম সাজ পোশাকে।
আমার কাজ ভুলিয়ে দিতে তার জুড়ি নেই।
আমি ভাবি বসে আজ করবো মেঘের সাথে মিতালী,
পড়বো ধবল কোন বেশ, ছোট্ট শিশুর নিষ্পাপ মুখচ্ছবি দেখলে
যেমন আবেশ জাগে, তেমনি আবেশ জাগিয়ে গড়বো মিতালী।
অথচ দেখ সে আজ পড়েছে ধূসর চাদর,
কেমন মন ভার করা তার সাজসজ্জা।
এইতো সেদিন ভেবেছিলাম ঘন কালো মেঘের সাথে
সিক্ত বসনে মেঘ মৃদঙ্গের তালে নেচে উঠবো,
মনের কল্পনা গুলো মুক্ত দানার সাথে মিতালী করিয়ে দিবো,
সেদিন আকাশ টা ছিল দুর্দান্ত নীল, ছিল সে মনকাড়া রূপে,
মিতালী করার কোন ইচ্ছাই তার ছিলনা।
তবে কি জানো, আমি হেরে গিয়েছি তার মোহন রূপে।
সে যেমন সাজে, তেমন করে সাজাই নিজেকে।