শান্ত জলে হাঁসের ভাসা,
গাছের ডালে আপেল ডাঁসা,
হাওয়ার খেলা সবুজ শাখে,
মেঘ রয়েছে আকাশ কাঁখে,
ঠিকানা এই সবুজ ধরা,
সেথায় বসত দূরের তারা।
ডাকছে সবাই ,এই কন্যা,
এসে দেখো রূপের বন্যা।
দূর প্রবাসে বসত করে
কল্পসুখের আবাস গড়ে
হৃদয় তোমার সুখ পেল কি?
রুপ দেখে তার ভরে কি আঁখি?
মাটির গন্ধ, মুখের বাণী,
পরম প্রিয় ছোঁয়ায় জানি
ভরবে না মন, অসহায় ক্ষণ,
এ পথ খুঁজবে তোমার চরণ।