একটুখানি আড়চোখে
একটু তুমি মুচকি হেসে
শীতকে দিলে হারিয়ে
রোদ্দুর দিলে ছড়িয়ে।
শীতের পিঠার ধোঁয়াশা
উষ্ণ লাগে হিম কুয়াশা,
এঁকে চলে শত নকশা
দৃষ্টি তোমার সর্বনাশা।
আরাধ্য তুমি শীতের সূর্য
সর্ষে ফুলে বাড়াও প্রাচুর্য
তোমার জন্য হই অধৈর্য
তাৎপর্যে ভরো সব গাম্ভীর্য।
অতিথি পাখির তুল্য আবেগ
লুকোচুরি খেলায় মত্ত মেঘ
কর্ণফুলী নদীটির অনুলেখ
চাতকের মত আমি অনিমেখ।