কোনো এক প্রিয়দিনে, প্রিয় মঙ্গলবারে,
মহাকাশ থেকে আত্মাকে মুক্তির দূত আসে যদি;
তবে কেঁদেনাকো, কেঁদোনাকো প্রিয় তুমি,
লিখোনাকো মৃত্যুর বুকে, বেদনার গাঢ় নদী!


যদি মৃত্যুর দূত এসে দুয়ারে দাঁড়ায় তবে,
মুক্তির অনুভবে- চলে যাবো হাত ধরে;
শরীরের হবে প্রস্থান, আত্মার হবে অবসর,
কবিতার রূপে বাঁচবো তবু পৃথিবীর আঁতুড়ঘরে।


তাই কোনো এক প্রিয়দিনে, প্রিয় মঙ্গলবারে,
পরপার হতে মুক্তির ডাক আসে যদি,
তবে কেঁদোনাকো, কেঁদোনাকো তুমি প্রিয়,
লিখোনাকো মৃত্যুর বুকে, কান্নার গূঢ় নদী।


বি.দ্র. : প্রয়াত কবি আল-মাহমুদের লেখা 'স্মৃতির মেঘলা ভোরে' কবিতার গূঢ়ার্থে লেখা।