জেগে ওঠো তুমি তরুণ হৃদয়,
তপ্ত মাটির ভেজা ভ্যাপসা ঘ্রাণে;
জেগে ওঠো আবারও পুরোনো সময় বুকে,
ফিরে যাও তুমি ফেলে আসা অসুখের দিকে,
আলিঙ্গনে বুকে টেনে নাও স্মৃতিময় সংসার;
জাগো, জাগো হে তরুণ হৃদয়,
জেগে ওঠো তুমি আবারও- আবার...


শীতের রোদ্দুরে শিশির খুঁজেছে আশ্রয়,
শীতল অন্তরে বুঝি তার অস্তিত্ব হারানোর ভয়;
তপ্ত মাটিতে তাই শিশিরের ভেজা ঘ্রাণ,
জেগে ওঠো তরুণ হৃদয় চির-উদ্যমী প্রাণ;
কুয়াশায় ভেসে যাক হারানো সময়ের শোক,
মৃদু রোদ্দুরে চপলিত হোক উদাসীন দু'টি চোখ।


কিসের এতোটা বেদনা তোমার?
কোন যাতনায় ছুঁড়ে ফেলে দিলে শ্যামল স্মৃতি?
একরাশ অবসাদের অন্ধকার বুকের গহীনে রেখে,
একেলা একা বিষন্নতার পার্থিব আলো মেখে,
বেছে নিলে কেন প্রৌঢ় জীবন? উদাসীন বিস্তৃতি;
চেয়ে দেখো আজ নিজের ভেতর-
নিজের চোখের দিকে,
মৃত্যু আসেনি তোমার নিকটে, জীবন হয়নি ফিঁকে;
চেয়ে দেখো আজ অবসাদে ঢাকা জীবন্ত লাশটাকে তোমার,
জাগো হে তরুণ জাগো, নিজেকে বাঁচাও এবার...