প্রিয়তম অনুশোচনা,
কতোটা দূরত্বে গ্যাছো তুমি?


প্রিয়তম দ্বিধাবোধ,
কতোটা নির্জন পথ, এখন আমাদের অন্তরায়?


কোথায় আছো? কেমন আছো? প্রিয়তম সংশয়...


অপরাধবোধ কেঁড়ে নিয়ে গেছে পরিযায়ী পাতকের দল,
সুবিধাবাদ মিশে আমাদের গেছে মগজে-মননে, রক্ত-স্নায়ুতে;
সত্যের মিছিলে মিথ্যে,
ভালোবাসার মিছিলে ঘৃণা,
বিশ্বাসের মিছিলে অবিশ্বাস...
স্বার্থ এখন ঠোঁটের নিকটে পরম প্রমিত সুধা;


এখন আর ভুলগুলো ভুল নয়,
এখন আর ভালোবাসা ফুল নয়,
গূঢ়তম অপরাধ বুকে, উদাসীন অনুতাপবোধ;


প্রিয়তম সুচেতনা, কেমন আছো অশোভন মোহদের আড়ালে?