তোমাদের এইসব প্রেম আমি দেখেছি বহুকাল আগে,
তখন আমার ঘুম ভেঙ্গে হতো প্রভাতের শুরু;
রৌদ্রের ঘ্রাণে উন্মাদ হয়ে ছুটে চলতাম,
পুকুরঘাটে গোপন অভিসারে কাঁটতো বিকেলগুলো,
খুব কাছাকাছি এসে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে কথা বলতাম।
তোমাদের এইসব ভালোবাসা আমিও বেসেছি একদিন,
চন্দ্রিমা রাত জেগে চলতো অজস্র প্রেম-আলাপ,
স্বপ্ন, ইচ্ছে, গল্প, কবিতা- স্মৃতিগুলো কতইনা সুমধুর;
তারপর, এক সমুদ্র সময় পার হয়ে গেছে দ্বিধাহীন,
পৃথক হয়েছি দুজন, হারিয়ে গিয়েছে প্রেম-
প্রিয়গানে বেঁধে রাখা সবটুকু প্রিয় সুর!
বহুবার আমিও ছুঁয়েছি প্রেয়সীর চিবুকের তিল,
ওষ্ঠে এঁকেছি গাঢ় চুম্বন, মাতাল হয়েছি চুলের ঘ্রাণে,
দু'একবার আলিঙ্গনের গোপন স্মৃতি আমারও আছে,
বাহুজোড়ে উত্তাপ খুঁজেছি-
দুটো দেহ মিশে গেছে বহুবার, নিষাদের দুটি প্রাণে!
ভাবছো কি বয়সের ভারে শিখরে আমার ধবলিমা কেশ?
তোমাদের মতোন এমন যৌবন আমিও করেছি পার-
তারপর, বহুকাল কেঁটে গেছে, হয়ে আছি ধ্রবতারা;
দেখছো যা কিছু সব জীবনের অবশেষ!