অন্য সবাই কালো বলে ক্ষ্যাপালেও,
আমি তাকে কৃষ্ণকলি বলে ডাকতাম!
গায়ের রঙটা একটু ময়লা ছিলো-
তো? এইটুকুতে কী-ই বা যায় বা আসে?
টলমলে ঢেউ স্বচ্ছ জলের চোখে,
মুক্তো ঝরে কৃষ্ণ যখন হাসে।
কপোলে তার তিলক ফোঁটা ছিলো,
চিবুক জুড়ে সরল একটা মায়া,
ওষ্ঠ কোণে চুমু আঁকার মোহ,
এলোকেশে খেলতো আলো-ছায়া।
কৃষ্ণ আমার কাব্য ছিলো- যে যা বলুক পারে,
খুব যতনে আলিঙ্গনে, আগলে রাখি তারে।
মন খারাপের শেষ বিকেলে-
রোজ আমি ক্যানভাস জুড়ে এক প্রতিমার ছবি আঁকতাম,
তার গায়ের রঙটা একটু ময়লা ছিলো-
অন্য সবাই কালো বলে ক্ষ্যাপালেও,
আমি তাকে প্রেমিকা বলেই ডাকতাম!