লজ্জা পেলে তাকে যেন ঠিক-
রক্তকরবীর মতো লাগে,
স্বর্ণলতিকা তৃণের মতো বাহিরে নরম সবুজ,
আর ভেতরটা- পাখির নো'খের মতোন তীব্র লাল;
সবুজাভ দেয়ালের অন্তরালে বিন্দু বিন্দু উত্তাপ এসে জমা হয়,
সেই উত্তাপ জুড়ে তীব্র একটা মোহ-
লুকিয়ে থাকে সুপ্ত শাণিত মায়া।
এক সমুদ্র প্রেম আর প্রবল অনুরাগে,
লজ্জা পেলে আমার মনে,
তার ওষ্ঠ কিনারে গাঢ় চুম্বন আঁকার-
ভীষণ ইচ্ছে জাগে!