নিবেদিতা;


বোস অথবা ভট্টাচার্য ঠিক মনে নেই;


শুধু নামটুকু মনে আছে...
'নিবেদিতা'
আমাদের গ্রামের মেয়ে;


শুধু মেয়ে নয়, নিবেদিতা ছিলো ফুল;


গ্রীষ্মের মাঠে হাওয়া, বর্ষায় ভেজা দুপুর, শরতের ঝলমলে রোদ, হেমন্তের বিশুদ্ধ মেঘ, শীতের স্নিগ্ধ শিশির, ফাগুনের প্রথম প্রসূন;


শুধু মেয়ে নয়, নিবেদিতা ছিলো ফুল,
নিবেদিতা ছিলো প্রেমের নামে আমার প্রথম ভুল;


নিবেদিতা; বোস অথবা ভট্টাচার্য;


যার নাম 'নিবেদিতা' তাকে শুধু এই নামের কারণে যুগ যুগ ধরে ভালোবাসা যায় ভেবে,
আমিও নিবেদিতাকে ভালোবেসেছিলাম;
আমিও বো'লতে - আমি এবং আরো অনেকে...


নিবেদিতা আমাদের গ্রামের মেয়ে;
সহজ-সরল-সুতনু-শোভন-সুন্দর...


নিবেদিতা ছিলো, নিবেদিতা নেই;


এখনো ও'পাড়ায় আমাদের আড্ডায় হঠাৎ কোনোদিন
নিবেদিতার কথা আলোচ্য হয়ে গেলে,
সহাস্যে বিদ্রূপ করি নিজেদের;


ঠাট্টা, ভর্ৎসনা এবং তিরস্কারের আলাপনে
বহুদিন, বহুদিন আগে হারিয়ে ফেলা সেই নিবেদিতাকে
সংকুচিত কো'রতে কো'রতে একদম শূন্য করে তুলি;


অথচ, নিবেদিতাকে আমরা ভালোবাসতাম;


আমরা বো'লতে - আমি এবং আরো অনেকে...


তারপর ওরা একে একে ভুল বুঝে কূল হারালেও,
আমি নিবেদিতাকে সত্যিই ভালোবেসেছিলাম;
ভালোবেসে, অভিলাষে, অনুপ্রাসে...
শাশ্বত প্রেমটুকু লিখে রেখেছিলাম ডায়েরির পাতায়;


নিবেদিতা; বোস অথবা ভট্টাচার্য; মেয়ে অথবা ফুল;
নিবেদিতা; প্রেমের নামে আমার প্রথম ভুল;


ভুল করে তুলে রাখা আমার অনন্য স্মৃতি,
আমার প্রথম প্রেমের কবিতা...


নিবেদিতা;