বেলকনিতে কে দাঁড়িয়ে?
চোখ দেখা যায়— মুখ দেখিনা
শূন্যতালে অপসারী হয় ছন্ন ছায়া
হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায়—
তবুও তারে ছুঁতে পারিনা।


বেলকনিতে লালচে-সবুজ বর্ণ খেলা,
সকাল-বিকেল নিয়ম ভেঙ্গে ছন্দ সাজে;
চোখ দেখা যায়— মুখ দেখিনা,
দ্ব্যর্থ বদন লুকিয়ে থাকে মুক্তো মাঝে।


বেলকনিতে সন্ধ্যেবেলা নিয়ন আলো,
ভীষণে ঢঙে ইচ্ছেগুলো আগলে রাখে;
হঠাৎ হঠাৎ চোখ দেখা যায়— মুখ দেখিনা,
মুখখানা সে নিয়ম করেই সুতোয় ঢাকে।


বেলকনিতে কে দাঁড়িয়ে? কথা বলো,
সকাল-সাঁঝে একটি হলেও প্রদীপ জ্বেলো;
বাদল দিনে ইচ্ছে হো'লে মুখ দেখিও
মুখখানা আমি যতন কো'রে লিখবো কথা'য়—


কে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে?
চোখ দেখা যায়— মুখ দেখিনা;
চোখ ফেলতেই চোখ সরে যায়,
হাত বাড়াতেই বর্ণ হারায়—


বেলকনিতে আলো না জ্বাল'লে
তোমার জন্য কষ্ট হয়;
তোমার জন্য আমার ভেতর
ভালোবাসা 'পষ্ট হয়।


🌸 বিপরীত বেলকনি