একজন ব্যর্থ প্রেমিক হিসেবে
কবিতার মর্মর ছুঁয়ে প্রতিজ্ঞা কো'রেছিলাম
আমি কখন'ও প্রেমে পড়বোনা


যতোবারই হো'ই ব্যর্থ প্রেমের কো'বি
কখনো'ই আমি প্রেমিক হবোনা;


কবিতাকে ভালোবেসে এতোদিন তাই
সহজ-শোভন নারীকে উপমেয় ভেবে
উপমার ঢঙে সাজিয়ে রেখেছি আঙ্গুলের নো'খে— সস্তা কাগজে,
সভ্য নগরীর রঙচটে যাওয়া দ্ব্যর্থ দেয়ালে।


তারপর একদিন হঠাৎ
তোমার জন্য আমার ভীষণ মন খারাপ হো'লো


কবিতা লিখতে বো'সে
তোমাকে আমি এতোখানি নিকটে অনুভব করলাম
যেন—
উপমা নয়, একখানা সুস্পষ্ট আলিঙ্গন তোমার প্রাপ্য;


আমি কি তোমাকে ভালোবাসি?
আমি কি আবার'ও প্রেমিক হো'য়ে উঠলাম?


অথচ প্রথম প্রেমে ব্যর্থ হ'বার পর
কবিতার মর্মর ছুয়ে প্রতিজ্ঞা কো'রেছিলাম—


আর যাই হো'ই— কখনোই আমি প্রেমিক হবোনা!


🌸 প্রেমিক হবোনা