উত্সর্গ: সকল চা বিক্রেতাদের


সকালে উঠে অফিস এ গেলাম।
নাস্তা করব, আমাদের সম্বল ফুটপাথের সেই দোকানগুলো আজ বসেনি একটিও
একটুকরো পারুটি খেলুম।
চা খেতে হয়েছে চুরি করে
পুলিস আসা মাত্র চায়ের দোকান বন্ধ হয়ে গেল।
দেশ জুড়ে ভায়োলেন্স এর খবর পাচ্ছি ফেইসবুক এ।
দুপুরে ভীষণ ক্ষুধা পেল
কিন্তু, খোলা ছিল সিঙ্গারা আর গলির ভেতরে বিস্কুট এর দোকান
আর ছিল দুএকটি খাবার দোকান তাও এক ঝাপ ঢাকা ,
যেখানে আমি কখনো যাবার চিন্তাও করিনি;
আমি একজন সাধারণ সরকারী কর্মচারী।
গাড়ী চলছে না, খাবারের দোকানগুলো খুলছেনা
জনজীবন প্রায়ই স্থবির, মানুষ এখন মিতবাক।
আমি একজন সাধারণ মানুষ এত রাজনীতি বুঝিনা ,
শুধু চাই এক কাপ চা খাবার অধিকার!