আকাশের রং সেদিন নীল ছিল ,
অনেক সুন্দর ছিল আকাশ।
আকাশ পানে চেয়ে ভুলেই গিয়েছিলাম আমি মর্তের অধিবাসী
ভুলেই গিয়েছিলাম আমার স্বপ্ন ,আমার প্রেম ,
আমার হতাশা ,আমার ভবিষ্যত।
আকাশের বিশালতা আমাকে ভাবায়
আমি এত সংকীর্ণ কেন?
সংকীর্ণতার জাল আমাকে আঁকড়ে ধরে ;
দুই চোখে কোন আলো দেখি না
মনে শুধু জেগে আছে স্বপ্নের চর।



২১ মাঘ ১৪২১ সাল