লাশটা অনেক দিন আগের,
কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন না করায়
লাশটা নিজেকে দ্বিতীয় বারের
মতোই খুন করে। সে চেয়ে ছিলো কর্মাধিকারীগণের
এবার হলে দৃষ্টিগোচর হোক।
লাশটা প্রারম্ভের খুনে বিচার পাবে না
সেটা নিশ্চিত ছিলো। এহেন অবস্থায়,
লাশটা তার বিচারহীনতার নিশ্চয়তার মতো, খুনিকে বাঁচিয়ে দেয়ার নিশ্চয়তা নিয়ে নিজেই নিজেকে খুন করে।
কর্তৃপক্ষ এবার জেনে গেছে ছেলেটা নিজে নিজেকে খুন করেছে।
নিজেই নিজেকে খুন করার নাম যে আত্মহত্যা।
বলুন, আত্মাহত্যার বিচার কি হয়?