কবে তারা শেষ করিবে তোমার দাপনটারে?
ইতি টানবে গল্পের মোড়ের ফাঁসির কাষ্টে তুলে।
এমন যদি করতে নাই বা পারিস তনু,অত্যচারীর মৃত্যুটারে বরণ করিস তুই।
নীল গগনের চাঁদকে তুই আর আপন ভাবিস না,
নিষ্টুর তাদের চামড়া গায়ের কালো শরীরটা।
অনেকে বলে জাতিরা আজ পরম সুখে আছে,
ফাজলামির আর জায়গা পাসনে বকবকানি দিসে।
লম্পট বলে ফাঁসি যদি দিতে না পারিস,মাটির থেকে তুললি কেন ঐ রে কাপুলিশ?
তনুর জন্য পত্রিকাতে কত লেখা লেখি,
খুনি শালাদের স্বীকার উক্তি আজো লেখেনি।
কোন লেখকটা বলবে বলো দর্ষনকারীর কথা,
বললে আবার যায়তে পারে লেখকটার ও মাথা।
এমন হলে সুদিন মোরা কয় তারিখে পাবো,পায়তে পারো তনু আপুর বিচার যদি সত্যিকারে করো।