নদীর পথে চলিসরে মন
আমার বারণ শুনিস না।
বে-খেয়ালী মন নিয়ে তুই
আর কত পাড়ি দিবি আনমনা?
উজান গাঙ্গে আমার জীবন।
আলোর আশায় আর থাকেনা।
খাড়া রোদে দেহ পুড়িস,
মনটারে ভাই পুড়িস না।
এটার মূল্য অনেক বেশী
কেউ বুঝে, কেউ অঞ্জনা।
এভাবে তাই জীবন চলে
আমি তো বে-খেয়ালী আনমনা।
সূর্য যখন উকিঁ দেয়
তখন-রে মন তুই বুঝিস না।
প্রভাত বাতি যখন অস্ত যাবে
দেহ টারে আর পুড়িস না।
এ পথে আমি চলবো নারে ভাই,
জীবনের নামটা শুধু প্রবঞ্চনায় টাই।