হে দৃষ্টি কাল তুমি দর্শন করেছ
এই নিষ্টুর মানুষের মাঝে কিছু সভ্যতা
এখনো নিদ্রায় যায় নি।
হ্যা আমি এতটায় খুঁজে ছিলাম।
কেন এতটায় দশর্ন করালে তুমি দয়াময়?
আপুর প্রথম দেখায়।
আমি দৃষ্টিপাত করেছি আপনারই মাঝে নিরহংকার।
খুঁজিয়া পেয়েছি ধর্মদিশারী আলেয়ার আলো।
এমন কিছু দৃষ্টিপাত পায় আপনার মাঝে
আপনি মনে হয় আদর্শ মাতা।
সফল হও জননী কুল আদর্শ মাতা।
আপু এতটাই বুঝাতে পেরেছেন আমায়
যদি কেউ পারত আগে এতটা দিতে,
এক মুঠো স্বপ্ন হারিয়ে যেত না আমার।
আমার মত নয়,আপনারি মত
গড়ে তুলেন তাদের ভবিষৎ সন্তান-সন্তানাদি আপনার আছে যত।
আপু নাস্তার ঝুড়ি আমি এতটা বেশী আহার করি না।
যতটা আহার করেছি আপনার কথা।
এত কিছুর মাঝে স্বাদ পেয়েছি আপনার কন্ঠ বিনা।
তীব্রতা পায়নি একটু ও কিন্তু ভাল লাগার
মাধুর্য পেয়েছি আপনার সর্দি কথায়।
আপু আমি কথা দিলাম আপনারে
মানুষ হবো,দাঁড়াবো এক জাতির পাশে।
সভ্যতা আনতে ছুটে যাব সামাজে সমাজে।
স্পর্শ চাইবো না আর কোন নারী কুলের।